Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ফের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৩ ২০:৩০ | আপডেট: ১১ জুলাই ২০২৩ ২৩:৪২

ঢাকা: দেশের বিভিন্ন হাসপাতালে সোমবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১১ জুলাই) পর্যন্ত এক হাজার ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যা এ বছর একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৮ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪২৬ জন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও সাত জনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে ২৪ ঘণ্টায় এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে এতজন মারা যায়নি। এ নিয়ে ডেঙ্গুতে দেশে চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৩ জনের মৃত্যু হলো।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট তিন হাজার ৩০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ৩০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে এখন পর্যন্ত ১৪ হাজার ৮৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ২৯২ জন এবং ঢাকার বাইরে চার হাজার ৬০৫ জন।

এ ছাড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৫১১ জন। এর মাঝে ঢাকায় সাত হাজার ৯২১ এবং ঢাকার বাইরে তিন হাজার ৫৯০ জন।

এর আগে, চলতি মৌসুমের ডেঙ্গু পরিস্থিতিকে আশঙ্কাজনক বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গতবছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

আক্রান্ত ডেঙ্গু মৃত্যু রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর