Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৩ ১৬:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার গণ্ডামারা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক (৬২) গণ্ডামারা ৩ নম্বর ওয়ার্ডের মৃত বশির আহমেদের ছেলে। এ ছাড়া গ্রেফতার নুরুল আজিজ শিকদার (৫০) একই এলাকার মৃত মুক্তার আহমেদ শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার সারাবাংলাকে বলেন, ‘নিহত ওই বৃদ্ধ (আজিজুল) বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। পাশ দিয়ে নুরুল গান গেয়ে হেঁটে যাওয়ার সময় আজিজ তাকে উদ্দেশ্য করে বলেন, পুরান পঅলে ভাত ন পার, নয়া পঅল হত্তুন আইসসিদে?’ (পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল কোথা থেকে এসেছে)। এ কথায় ক্ষিপ্ত হয়ে চায়ের দোকান থেকে ছুরি নিয়ে আজিজুলের বুকের বাম পাশে নুরুল ছুরিকাঘাত করে।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে আজিজকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ পাঠিয়েছি। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

ছুরিঘাত বৃদ্ধ খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর