অবশেষে রাজি এরদোগান, ন্যাটোর সদস্য হচ্ছে সুইডেন
১১ জুলাই ২০২৩ ১০:০৩ | আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৩:৩৫
ন্যাটো সামরিক জোটে যোগদানের জন্য সুইডেনের আবেদন সমর্থন করেছে তুরস্ক। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত সামরিক জোটটির শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এ ঘোষণা দিয়েছেন। শীর্ষ সম্মেলনের আগে এরদোগান, স্টলটেনবার্গ ও সুইডেনের প্রধানমন্ত্রী ক্রিস্টারসন এক বৈঠক করেন। ওই বৈঠকে সমঝোতা হয়।
সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় বৈঠক শেষে স্টলটেনবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, প্রেসিডেন্ট এরদোগান সুইডেনের আবেদন যত তাড়াতাড়ি সম্ভব তার দেশের পার্লামেন্টে পাঠাতে রাজি হয়েছেন। পার্লামেন্টে এ প্রস্তাবের পক্ষে সমর্থনও নিশ্চিত করবেন তিনি।’
ন্যাটোর নিয়ম অনুযায়ী, নতুন কোনো দেশ সদস্য হতে চাইলে বাকি সকল সদস্যের সম্মতির প্রয়োজন হয়। তুরস্ক এর আগে কুর্দি জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে সুইডেনের আবেদন বেশ কয়েক মাস ধরে আটকে রেখেছিল। তবে সোমবার লিথুয়ানিয়া যাওয়ার আগে সুইডেনের ন্যাটো আবেদনে সম্মতির বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নে তার দেশের প্রবেশের শর্তের কথা বলেন এরদোগান।
লিথুয়ানিয়ার উদ্দেশে রওয়ানা দেওয়ার আগে আঙ্কারায় সাংবাদিকদের এরদোগান বলেন, ‘প্রথমে তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথ উন্মুক্ত করুন। তাহলে সুইডেনের পথও আমরা খুলে দেব।’
লিথুয়ানিয়ায় এরদোগান ও ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকের পর স্টলটেনবার্গ বলেন, ‘স্টকহোম-আঙ্কারার সঙ্গে একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হওয়ার পরে তুরস্ক এই অনুমোদন দিয়েছে। এখন থেকে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের প্রবেশের আবেদনকে সমর্থন করবে সুইডেন। এছাড়া ভিসা সহজ করা, কাস্টমস ইউনিয়ন হালনাগাদ করার প্রচেষ্টাকেও সমর্থন করবে সুইডেন।’
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এ ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি খুব খুশি, এটি সুইডেনের জন্য একটি শুভ দিন।’
এ খবরের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট এরদোগানের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘ইউরো-আটলান্টিক এলাকায় প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমি প্রেসিডেন্ট এরদোগান ও তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমি প্রধানমন্ত্রী ক্রিস্টারসন ও সুইডেনকে আমাদের ৩২তম ন্যাটো মিত্র হিসেবে স্বাগত জানাতে উন্মুখ।’
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেন বেয়ারবক টুইট করেছেন, ‘৩২-এ আমরা সবাই একসঙ্গে নিরাপদ।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাক বলেছেন, ‘সুইডেনের যোগদান আমাদের সকলকে নিরাপদ করে তুলবে।’
সারাবাংলা/আইই