Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে ট্রেনের ধাক্কায় সাবেক ট্রাফিক পুলিশ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৩ ২১:৪৪

ঢাকা: রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় ইউসুফ আলী খান (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ডিএমপির পূর্ব বিভাগের সাবেক ট্রাফিক পুলিশ কনস্টেবল।

সোমবার (১০ জুলাই) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় দিকে মগবাজার দিলু রোডের শেষ মাথায় পানির পামসংলগ্ন রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ওই সাবেক পুলিশ সদস্য।

তিনি আরও জানান, চাকরির শেষ বয়সে তিনি কানে একটু কম শুনতেন। মুগদা থেকে তিনি উত্তরায় ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। তিনি বরিশাল বাকেরগঞ্জ এলাকার বাসিন্দা। বর্তমানে পরিবার নিয়ে মুগদা এলাকায় থাকতেন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ট্রাফিক পুলিশ নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর