Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ: বাসদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৩ ২০:২০

ঢাকা: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সভায় বলা হয়েছে, বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। বিরোধী মত-পথকে দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন জারি করেছে। নির্বাচন কমিশন, দুদকসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তাই দলীয় সরকারের অধীনে নির্বাচন জনগণ মানবে না।

এ জন্য দ্রুত বর্তমান সরকারের পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।

বিজ্ঞাপন

রাজধানীর সেগুনবাগিচায় ভ্যানগার্ড মিলনায়তনে (পঞ্চম তলায়) দুদিনব্যাপী অনুষ্ঠিত ওই সভা আজ সোমবার শেষ হয়েছে। বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান।

সভায় নেতারা বলেন, বর্তমান সরকারের অপশাসনে চাল, ডাল, চিনি, আটা, তেলসহ সকল নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে।

বাণিজ্যমন্ত্রী বলছেন, সিন্ডিকেটকে ধরতে গেলে বাজার অস্থিরতা আরও বাড়বে। অর্থাৎ সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ২০২৩-এর নামে শ্রমিকদের ধর্মঘট করার অধিকার হরণ করার চক্রান্ত করছে। লুটপাটকারীদের সুবিধার্থে ব্যাংক পরিচালকদের ক্ষমতা ৯ বছরের পরিবর্তে ১২ বছর করেছে।

আবারও সরকার ক্ষমতায় আসার জন্য বিভিন্ন রকম ফন্দিফিকির করছে। তার অংশ হিসেবে ইতিমধ্যে আরপিও সংশোধনীর মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করেছে।

সভায় সরকারের পদত্যাগ, তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জ্বালানিখাতে দুর্নীতি-লুটপাট ও দুঃশাসন বন্ধ এবং অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে আগামী ২০ জুলাই থেকে মাসব্যাপী জেলায় জেলায় কর্মীসভা, সমাবেশ ও মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

একই দাবিতে দাবিতে আগামী ২৯ জুলাই দেশব্যাপী বিক্ষোভ দিবস পালন করা হবে। এ ছাড়া আগামী ৭ নভেম্বর পার্টির ৪৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশব্যাপী জনসভা, সমাবেশ ও লাল পতাকা মিছিলের কর্মসূচি পালিত হবে।

সারাবাংলা/এএইচএইচ/একে

বাসদ সাংবিধানিক পদ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর