‘ন্যাটোতে সুইডেন ঢুকতে চাইলে তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে নিতে হবে’
১০ জুলাই ২০২৩ ২২:০২ | আপডেট: ১১ জুলাই ২০২৩ ১১:১৬
সুইডেনের ন্যাটোর সদস্যপদ লাভের বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ চায় তুরস্ক। সোমবার (১০ জুলাই) তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য নাটকীয় এ শর্তের কথা বলেছেন।
এরদোগান বলেন, তুরস্কের পার্লামেন্ট ন্যাটো সামরিক জোটে যোগদানের জন্য সুইডেনের প্রস্তাব অনুমোদন করার আগে ইউরোপীয় ইউনিয়নে আঙ্কারের যোগদানের পথ খুলে যাওয়া উচিত।
মঙ্গলবার লিথুয়ানিয়ায় ন্যাটোর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে যোগদানের জন্য রওয়ানা দেওয়ার আগে সুইডেনের প্রস্তাব বিষয়ে সাংবাদিকদের এরদোগান বলেন, প্রথমে তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথ উন্মুক্ত করুন। তাহলে সুইডেনের পথও আমরা খুলে দেব।
২০০৫ সালে এরদোগান প্রধানমন্ত্রী হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্যপদের জন্য আলোচনা শুরু হয়।। তবে গত কয়েক বছর থেকে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের যোগদানের প্রস্তাব নিয়ে আলোচনা স্থগিত আছে।
আঙ্কারা এবং ইইউ সদস্যদের মধ্যে সম্পর্ক কয়েক বছর ধরে খারাপ যাচ্ছে। তবে সম্প্রতি ইইউ সদস্য দেশগুলোর সঙ্গে আঙ্কারার সম্পর্ক আবার চাঙ্গা হচ্ছে।
সারাবাংলা/আইই