চিকিৎসকদের জেলা-উপজেলা পর্যায়ে থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
১০ জুলাই ২০২৩ ১৮:০৯ | আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৮:৩৩
ঢাকা: গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের জেলা ও উপজেলা পর্যায়ে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে ৭৮তম ডিএমসি ডে উদযাপন অনুষ্ঠানে ডা. মিলন অডিটোরিয়ামে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা মেডিকেল নিয়ে আমাদের নতুন পরিকল্পনা রয়েছে। এটি আরও সুন্দর ও আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। এ কাজ খুব তাড়াতাড়িই শুরু করতে পারব।’
শেখ হাসিনা বলেন, ‘দেশের কোন এলাকায় জনসংখ্যা কত, তার কত শতাংশ হাসপাতালে আসে, সেসব নিয়ে সার্ভে করেছি। যাতে সবার জন্য পর্যাপ্ত সুচিকিৎসা নিশ্চিত করা যায়।’
তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল থেকেই মানুষ সবচেয়ে ভালো সেবা পায়। কারাগারে থাকাকালে আমিও তাদের সেবা পেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় সব চিকিৎসকই ঢাকায় থাকতে চান, গ্রামে যেতে চান না। এখন গ্রামেও বিদ্যুৎ-ইন্টারনেট আছে।’
চিকিৎসকদের যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানে যাওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আপনাদের জন্য মফস্বল বা জেলা পর্যায়ের অনেক হাসপাতালে অপারেশন হয় না। অ্যানেসথেশিয়া দেওয়ার লোক নাই, গাইনি সার্জন নাই। এসব আর দেখতে চাই না। গ্রামকে আমরা শহরে রূপান্তর করতে চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ডিএমসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকবে। নতুন কিছু করে পুরনো সুনাম নষ্ট করতে চাই না। নতুন পরিকল্পনায় কেবল সেবা ও মানোন্নয়নে কাজ করব। তবে চিকিৎসা বিজ্ঞানে গবেষণার খুব অভাব। হাতে গোনা কয়েকজন মাত্র গবেষণা করেন। গবেষণার জন্য আমরা অনুদান দিই। কাজেই গবেষণার দিকে চিকিৎসকদের দৃষ্টি দিতে হবে।’
সারাবাংলা/এসএসআর/পিটিএম