সমাবেশের জন্য বিএনপিকে সহযোগিতার আশ্বাস ডিএমপির
১০ জুলাই ২০২৩ ১৭:১৫
ঢাকা: বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ১২ জুলাই বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আহ্বান করেছে বিএনপি। এ জন্য অনুমতি নিতে ডিএমপি কমিশনার বরাবর আবেদনের পর কমিশনারের সঙ্গে সাক্ষাতও করেছে প্রতিনিধি দল।
কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে বিএনপির বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি সোমবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের বলেন, ‘আমরা কমিশনারের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চেয়েছি আইনশৃঙ্খলার দিক থেকে। কমিশনার আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী, আমাদের সমাবেশটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে আমাদের নতুন কর্মসূচি আসবে।’
তিনি বলেন, ‘দেশে একটা সর্বগ্রাসী দুর্নীতি চলছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা সমাবেশ আহ্বান করেছি। আমরা একটি সমাবেশ করব, এটি রাজনৈতিক একটি প্রোগ্রাম। আপনারা জানেন, আমরা আন্দোলনের মাঠে রয়েছি, এই আন্দোলনকে বেগবান করাই আমাদের লক্ষ্য। এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য আমাদের সমাবেশটি অনুষ্ঠিত হবে। এ সমাবেশ থেকে আমাদের নতুন কর্মসূচি আসবে। আমরা আশা করছি, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে।’
সমাবেশের অনুমতি না দিলে কী করবেন সেই বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, ‘এ মুহূর্তে আমরা কোনো বাধার সম্মুখীন হইনি। আশা করি, হবো না। আমরা আন্দোলনের মাঠে রয়েছি। আন্দোলনকে কেগবান করার মধ্য দিয়ে আমরা সমাবেশকে সফল করব।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আশা করছি এদেশের জনগণকে সম্পৃক্ত করে একটি শান্তিপূর্ণ সমাবেশটি আমরা করতে পারব। আমরা ডিএমপিকে অবহিত করেছি। আমরা তাদের সহযোগিতা কামনা করছি।’
পরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ করার জন্য আমরা ডিএমপি কমিশনারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছি। সরকারের দুর্নীতির মহোৎসব এবং গণতন্ত্রকে ধ্বংস করার আবারও নতুন করে পরিকল্পনা, অবিলম্বে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমাদের এ সমাবেশ। সমাবেশে বিএনপি ও সমমনা দলগুলো এতে অংশ নেবে। সমাবেশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য কমিশনারও আমাদের আশ্বাস দিয়েছেন।’
সহযোগিতার বিষয়ে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মো. ফারুক হোসেন সারাবাংলাকে বলেন, ‘বিএনপির পক্ষ থেকে কমিশনারের কাছে সাক্ষাৎ করেছেন প্রতিনিধিদল। কমিশনার স্যার কী বলেছেন তা এখনও জানি না। তবে লিখিত অনুমতির বিষ্যটি এখনও দেওয়া হয়নি।’
সারাবাংলা/ইউজে/একে