রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত
১০ জুলাই ২০২৩ ১২:১০ | আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৪:১৮
কক্সবাজার: কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরসার সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় হুসেন মাঝি নামে এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।
সোমবার (১০ জুলাই) ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত হুসেন মাঝি মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরসার শীর্ষ কমান্ডার। তার বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় হত্যাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।
১৪ আমর্ড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরসা ও আরএসও এর মধ্যে সম্প্রতি সংঘর্ষের ঘটনা বেড়ে চলেছে। এর প্রেক্ষিতে সন্ত্রাসীদের গ্রেফতারে এপিবিএন পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।
সোমবার ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এপিবিএনের টহল দলের সদস্যদের লক্ষ্য করে আরসা সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে আরসার সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলের আশপাশে তল্লাশী চালিয়ে বেশ কয়েকটি বন্দুক, গুলি, ওয়াকিটকি, মোবাইল ফোন সেট ও সিমকার্ড পাওয়া যায়।
তিনি আরও বলেন, ঘটনায় জড়িত অন্য সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/ইআ