Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেজছাত্রকে ধাওয়ার পর কুপিয়ে হত্যা করলো কিশোর গ্যাং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৩ ১৬:৫৫ | আপডেট: ৯ জুলাই ২০২৩ ১৮:২১

নরসিংদী: নরসিংদীর শিবপুরে এক কলেজছাত্রকে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। রোববার (৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ (১৮) উপজেলার হরিহরদী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং তাতারকান্দী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার জানিয়েছে, আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ফরম ফিলাপের জন্য কলেজে গিয়েছিল নাহিদ। এ সময় এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ অন্যরা তাকে ধাওয়া করে। এরপর দেশীয় অস্ত্র (চাপাতি) নিয়ে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি নাহিদকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়।

ওই কিশোরগ্যাং সদস্যদের সঙ্গে কলেজে একটি তুচ্ছ ঘটনার জেরে পূর্ব শত্রুতা ছিল বলে নিহতের পরিবার জানিয়েছে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে কলেজছাত্রকে হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

কলেজছাত্রকে হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি বলেও জানান সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন।

সারাবাংলা/একে

কিশোর গ্যাং কুপিয়ে হত্যা টপ নিউজ নরসিংদী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর