Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫৭ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু: স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৩ ১৬:১৮

জাহিদ মালেক, ছবি: সারাবাংলা

মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে ডেঙ্গু অনেক বেড়ে যাচ্ছে। ইতোমধ্যে ডেঙ্গুতে দেশে ৬৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় আড়াই হাজার ডেঙ্গু রোগী। আর চিকিৎসা নিয়ে চলে গেছেন ৯ হাজারের অধিক। দেশের ৫৭টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে গেছে। আগস্ট এবং সেপ্টেম্বরে দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

রোববার (৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবছার সরকার ও জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জাহিদ মালেক বলেন, ‘মশা বেশি থাকার কারণে এ বছর ডেঙ্গুটা বাড়তি। বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় পানি আটকে থাকায় মশা বেশি জন্ম নিচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণের একমাত্র পথ হচ্ছে মশা কমানো। মশা কম হলে মানুষ ডেঙ্গু আক্রান্ত কম হবে। আশঙ্কাজনক বিষয় হচ্ছে দেশের এখন সবগুলো জেলার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সর্বশেষ পরিসংখ্যানমতে, দেশের ৫৭টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে গেছে।’

তিনি বলেন, ‘দেশে যত ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তার মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি। সারাদেশের ডেঙ্গু আক্রান্তের ৬০ ভাগই ঢাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রোগী আছেন। ডেঙ্গু মোকাবেলায় কাজ চালিয়ে যাচ্ছি। আমরা সিটি করপোরেশন, পৌরসভাকে আহ্বান করব তারা যেন বেশি বেশি স্প্রে করে। যেখানে যেখানে পানি জমে সেগুলো সরিয়ে ফেলে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘যেখানে বহুতল ভবন আছে সেখানে ডেঙ্গু বেশি দেখা দিচ্ছে। কারণ সেসব ভবনের নিচে গ্যারেজ আছে এবং পানি জমে থাকে। নির্মানাধীন ভবনগুলোতে বেশি পানি জমে থাকায় সেখানে এডিস মশা জন্ম নেয়। শুধু সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবে না। জনগণকে কেউ এগিয়ে আসতে হবে। যার যার বাড়ির আঙিনা পরিষ্কার করতে হবে এবং মশা জন্ম নেওয়ার স্থানে স্প্রে করে লার্ভাগুলোকে ধ্বংস করতে হবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘দেশে আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু আরও বাড়তে পারে। সেজন্য এখন থেকেই সবাইকে সজাগ এবং সচেতন হতে হবে।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতর কী ব্যবস্থা আছে?— এ প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘দেশের সমস্ত হাসপাতালে ডেঙ্গু ইউনিট স্থাপন করা হয়েছে। ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া আছে। এছাড়া ওষুধসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে। হাসপাতালগুলোতে এখনো সিট খালি আছে। সেগুলোই এখনো ভরেনি। আশা করি চিকিৎসার কোনো সমস্যা হবে না।’

সারাবাংলা/এনএস

টপ নিউজ ডেঙ্গু মানিকগঞ্জ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর