Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ জুলাই ভারতের সঙ্গে শুরু হচ্ছে রুপিতে লেনদেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৩ ১২:২৪ | আপডেট: ৯ জুলাই ২০২৩ ১৩:৫৭

ঢাকা: মার্কিন ডলারের পাশাপাশি ভারতের সঙ্গে আগামী ১১ জুলাই থেকে রুপিতে লেনদেন শুরু হচ্ছে। এ বিষয়ে দুই দেশের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে রুপিতে যে পরিমাণ রফতানি আয় হবে, শুধু সমপরিমাণ আমদানি দায় মেটাতে ভারতীয় এ মুদ্রা খরচ করা যাবে। কোনো ব্যাংক বা ব্যবসায়ী ডলার কিংবা অন্য কোনো বৈদেশিক মুদ্রা দিয়ে রুপি কিনে আমদানি দায় নিষ্পত্তি করতে পারবে না।

রোববার (৯ জুলাই) সকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ১১ জুলাই থেকে ভারতের সঙ্গে মার্কিন ডলারে লেনদেনের বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি রুপিতে লেনদেন শুরু হচ্ছে। এ বিষয়ে ওইদিন একটি চুক্তি স্বাক্ষর হবে।’

বিজ্ঞাপন

জানা গেছে, আগামী ১১ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস ভার্চুয়াল প্ল্যাটফর্মে রুপিতে লেনদেন কার্যক্রম উদ্বোধন করবেন। এ সময় ভারতীয় হাই কমিশনার উপস্থিত থাকবেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ অংশে সোনালী, ইস্টার্ন ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে এ বাণিজ্য হবে। ভারতের অংশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে।

জানা গেছে, ভারতে বছরে দুই বিলিয়ন ডলারের মতো পণ্যে রফতানি করে বাংলাদেশ। বিপরীতে ভারত থেকে বাংলাদেশ আমদানি করে ১৪ বিলিয়ন ডলারের পণ্যে। এই অবস্থায় দুই বিলিয়ন ডলারের লেনদেন যদি রুপিতে নিষ্পত্তি করা যায়, তাতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম জানিয়েছেন, রুপিতে লেনদেন চালুর বিষয়ে আমরা ইতোমধ্যে প্রস্তুতি শেষ করেছি। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাংকে হিসাব খোলা হয়েছে এবং এই দুই ব্যাংকের সঙ্গে সুইফট কমিউনিকেশন সিস্টেম চালু করা হয়েছে। এখন কোনো ব্যবসায়ী চাইলে রুপিতে এলসি খুলতে পারবেন।

সারাবাংলা/জিএস/এনএস

টাকা বাংলাদেশ ভারত রুপি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর