Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৩ ০৯:৪০

প্রতীকী ছবি

ঝিনাইদহ: জেলার কালিগঞ্জে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী আকরামকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (৮ জুলাই) দিবাগত রাত ১২টার সময় কালিগঞ্জ পৌরসভার ফয়লা মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ওই এলাকার সফর আলীর ছেলে। কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত যুবকের পরিবার জানায়, গতকাল শনিবার দিবাগত রাত ১২টার সময় মেহেদী সিগারেট কেনার কথা বলে বাসা থেকে বের হন। বের হওয়ার পর পাশের বাড়ির আকরামের সঙ্গে কথাবার্তায় তার। একপর্যয়ে আকরাম উত্তেজিত হয়ে মেহেদীকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তিনি মাটিতে পড়ে যান। আশপাশের লোকজন মেহেদীকে রক্তাক্ত অবস্থায় কালিগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করে ।

কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জাানান, পৌর এলাকায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার মূলহোতা আকরামকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

ঝিনাইদহ

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর