Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় থেকে পড়ে হাতি শাবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৩ ২২:০৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে গহীন অরণ্যে দেড় বছর বয়সী এক বন্যহাতি শাবকের মৃত্যু হয়েছে। পরে মৃত হাতি শাবকটির স্যাম্পল সংগ্রহ করে পাহাড়ে মাটিচাপা দেয় বন বিভাগ।

শনিবার (৮ জুলাই) সকালে বন বিভাগের সদস্যরা হাতি শাবকের মৃত্যুর খবর পায়। এর আগে, শুক্রবার (৭ জুলাই) রাতে কোনো এক সময়ে উপজেলার চাম্বল এলাকায় দলছুট ওই হাতি শাবকটি মারা যায় বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদফতরের জলদী রেঞ্জের রেঞ্জার আনিসুজ্জামান শেখ সারাবাংলাকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে হাতি শাবকের মরদেহ উদ্ধার করে। প্রায় দেড় বছর বয়সী শাবকটির মৃত্যুর কারণ জানতে প্রাণিসম্পদ বিভাগের একটি দল ময়নাতদন্ত করেছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে, পাহাড় থেকে পড়ে হাতিটি মারা গেছে। সব আনুষ্ঠানিকতা শেষে ওই এলাকায় হাতিটিকে দাফন করা হয়েছে।’

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত গত আট বছরে বাঁশখালীর বনাঞ্চলে মারা গেছে ২০টি হাতি। গত আট বছরে কালীপুর রেঞ্জে ১২টি, এবং জলদী ও পুঁইছড়ি রেঞ্জে আটটি বন্য হাতি মারা গেছে। এছাড়া অসুস্থ হয়ে পড়া তিনটি হাতিকে সুস্থ করে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ, গত ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর জঙ্গল পুঁইছড়িতে একটি হাতি মারা যায়। আর ওই বছরের ১১ জুন কালীপুর ইউনিয়নের জঙ্গল কালীপুরে গভীর জঙ্গলে বৈদ্যুতিক শক দিয়ে মারা হয় একটি হাতিকে। এর আগেও জঙ্গল কালীপুরে মৃত হাতির শাবক পাওয়া গেছে।

এর চার মাস আগে ২০২১ সালের ৩০ নভেম্বর বাঁশখালী সাধনপুর ইউনিয়নে লটমণি পাহাড়ে একটি হাতিকে হত্যা করে মাটিচাপা দেয় দুষ্কৃতকারীরা। একই বছর ১২ নভেম্বর বাঁশখালীর চাম্বল বন বিট অফিসের অদূরে আরও একটি হাতি মৃত অবস্থায় উদ্ধার হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

টপ নিউজ মৃত্যু হাতি শাবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর