Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দাবি আদায়ে আমরা আমাদের অবস্থান থেকে আন্দোলন করব’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৩ ১৯:০৫

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন করে আসছি। দাবি আদায়ে আমরা আমাদের অবস্থান থেকে আন্দোলন করব।

শনিবার (৮ জুলাই) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘মুফতি ফয়জুল করীমের ওপরে সন্ত্রাসী হামলার পরও কোনো রকম অঘটন না ঘটিয়ে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করছি। জনগণের জান-মাল ইজ্জত অক্ষুন্ন রেখে আমরা আন্দোলন করব। আমরা রাজনীতির গুণগত পরিবর্তন করার জন্য কাজ করে যাব।’

তিনি বলেন, ‘ক্ষমতাসীন সরকার অবৈধ। দিনের ভোট রাতে বক্সে ভরে তারা ক্ষমতায় বসে আছে। এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আমরা রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করেছি। এখানে সকলে একমত হয়েছেন যে, অথর্ব প্রধন নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যার্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ।

বিজ্ঞাপন

কর্মসূচি:

প্রধন নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যার্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ১৫ জুলাই ঢাকায় বিক্ষোভ সমাবেশ, ১৬ জুলাই থেকে ৩১ আগষ্ট পর্যন্ত থানা ও জেলায় তৃণমুল প্রতিনিধি সমাবেশ এবং সেপ্টেম্বর মাসব্যাপী সকল জেলা ও মহানগরে সমাবেশ।

সারাবাংলা/এজেড/ইআ

ইসলামী আন্দোলন বাংলাদেশ

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর