Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৩ ১৭:৩৮

বগুড়া: ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে বগুড়ায় ছুরিকাঘাতে জসিম উদ্দিন (৩৮) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার (৮ জুলাই) বেলা দুপুরে শহরের চকলোকমান এলাকায় এই খুনের ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন শহরের চক লোকমান এলাকার রুহুল আমিনের ছেলে। বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে চক লোকমান এলাকায় ক্রিকেট খেলা নিয়ে ছোট শিশুদের মধ্যে বিরোধ হয়। বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে জসিম স্থানীয় এক নারীকে থাপ্পড় দেয়। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জসিম চকলোকমান এলাকায় দোতলা মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই নারীর ছেলে রাব্বী (১৪) সেখানে এসে জসিমকে উপুর্যপরি পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন জসিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এসআই সাজ্জাদ হোসেন বলেন, ‘জসিমের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। রাব্বীকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।’

সারাবাংলা/এমও

ক্রিকেট খেলা ছুরিকাঘাত যুবক খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর