Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাশের দেশ থেকে ভয়ংকর মাদক আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৩ ১৭:০১

মুন্সীগঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের দেশে কর্মক্ষম জনসংখ্যা ৬৫ ভাগ, যা পৃথিবীর অনেক দেশেই নেই। আমরা এগিয়ে যাচ্ছি। ডিজিটাল থেকে স্মার্ট ও উন্নত দেশের দিকে যাচ্ছি। আমাদের সম্ভাবনাময় দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, পাশের দেশ থেকে আমাদের দেশে ভয়ঙ্কর মাদক প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। দেশের যুব সমাজকে আমাদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে।’

শনিবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুরে, মাদকাসক্তি ও মানসিক হাসপাতাল ‘আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্র’ এর উদ্বোধনী উনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

মাদক ব্যবসায়ীদের থেকে নতুন প্রজন্মকে রক্ষার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক খুব ভয়ঙ্কর নেশা, দাদার আমল থেকেই মাদক ছিল। সে সময় আফিম, গাজা খেয়ে মাদকসেবীরা চোখ লাল করে বসে থাকতো। এরপরে দেশে হেরোইন আসে। হেরোইনের পর ইয়াবা এসেছে। এলএসডি ও ভয়ঙ্কর আইস এসেছে। এই সমস্ত ভয়ংকর মাদকগুলো আমাদের দেশে তৈরি হয়নি। এসব মাদক এসেছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা যদি বাংলাদেশকে সফল করতে চাই। উন্নত দেশ দেখতে চাই, স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদের যুবসমাজকে মাদকের হিংস্র থাবা থেকে বাঁচাতে হবে। এজন্য সবার সহযোগিতা করতে হবে। জনপ্রতিনিধিদের, মসজিদের ইমাম, প্রত্যেকটি ধর্মযাজকদের এগিয়ে আসতে হবে। তাদের সহযোগিতার জন্য যা যা প্রয়োজন আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সেটা করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের রিকভারিরা স্বাগত সঙ্গীত পরিবেশন করেন। শেষে অতিথিদের সম্মাননা স্বারক দেওয়া হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। এসময় আরও উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞা, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, মুন্সিগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুনসহ অনেকে।

সারাবাংলা/এমও

টপ নিউজ মাদক স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর