Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৩ ২২:৫৬

টাঙ্গাইল: টাঙ্গাইলে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) পৃথক এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা এলাকায় কাভার্ড ভ্যান পিকআপ সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেলার গোপালপুর উপজেলার হযরত আলীর ছেলে শাহ আলম (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গোয়াকড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫) এবং নুরজাহান (৪৫)। তারা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়া বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু ফারজানা (৩) ফুলকি ইউনিয়নের নেদার পশ্চিম পাড়া গ্রামের বাদলের মেয়ে।

অন্যদিকে, একই মহাসড়কে বঙ্গবন্ধু সেতু এলাকায় বাস চাপায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম এসব দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমও

টাঙ্গাইল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর