Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এক দফার আন্দোলনেই সরকারের পতন ঘটবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৩ ২১:২৮ | আপডেট: ৮ জুলাই ২০২৩ ১৩:০৫

ঢাকা: এক দফার আন্দোলনেই সরকারের পতন ঘটবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম-পিপলস পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী যে, বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই অবৈধ সরকারকে পরাজিত করে, পদত্যাগে বাধ্য করে, সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করতে সক্ষম হব। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আগামী দিনে নতুন একটি সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব বলে আমরা বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘যুগপৎ আন্দোলনে আগামী দিনের কর্মসূচি কী হবে, সেই বিষয়ে আজ আমরা আলোচনা করেছি। আপনারা জানেন, আমরা কতগুলো দফা দিয়েছিলাম যেসব দফার ভিত্তিতে আমরা আন্দোলন করছি। এটাকে কীভাবে কাছকাছি আনা যায়, এক দফার আন্দোলনটা কবে নাগাদ শুরু করা যায় এবং কবে ঘোষণা করা যায়, কীভাবে শুরু করা যায়, সেই বিষয়গুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করেছি।’

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘সামনে নির্বাচন। আমরা বলেছি, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না এবং জনগণ সেটা গ্রহণ করবে না। সেই লক্ষ্যে এক দফার আন্দোলনে আমরা যাচ্ছি। অচিরেই। আজকে যে বৈঠকটা হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে আমরা একমত হয়েছি যে, আমরা খুব দ্রুততম সময়ে একটা যৌথ ঘোষণা জাতির সামনে উপস্থাপন করব এবং তারপরে আমরা দেশব্যাপী গণসম্পৃক্ততা নিয়ে গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে। এ ব্যাপারে বাংলাদেশে যেমন জনমত সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক বলয় থেকেও আমরা যথেষ্ট সাহায্য-সহযোগিতা পাচ্ছি।’

বিজ্ঞাপন

বৈঠকে গণফোরামের সাধারণ সম্পাদক ছাড়াও নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, এ কেএ ম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও মহাসচিব আবদুল কাদের উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব ছাড়া দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/এমও

টপ নিউজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর