তামিম ফিরলেন— জন্মশহরে ভক্তদের উল্লাস
৭ জুলাই ২০২৩ ১৯:৪৬ | আপডেট: ৮ জুলাই ২০২৩ ১০:৩৪
চট্টগ্রাম ব্যুরো: সন্ধ্যা ৬টা। চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির মোড়ে তামিম ইকবাল খানের বাসার সামনে শত, শত ভক্তের ভিড়। হঠাৎ বাসার পার্কিং স্পেসে দাঁড়ানো তামিমের ভাই ক্রিকেটার নাফিস ইকবালের কিশোর বয়সী ছেলে নামির ইকবাল খানের হাস্যোজ্জ্বল চিৎকার, ‘চাচ্চু খেলবে’। দুই আঙ্গুল দিয়ে ‘ভি’ চিহ্ন দেখালেন নামির।
মুহূর্তে ভক্তদের মধ্যে উল্লাসধ্বনি। কেউ আঙ্গুল উঁচিয়ে ভি-চিহ্ন দেখাচ্ছেন, কেউ বা আবার আরেক ভক্তকে জড়িয়ে ধরে কাঁদছেন। খণ্ড খণ্ড মিছিল এগিয়ে যাচ্ছে তামিমের বাসার দিকে। তাদের কণ্ঠে স্লোগান, ‘এইমাত্র খবর এল, তামিম ভাই ফিরে এল/ এইমাত্র খবর এল, তামিম ভাই দলে ফিরল’।
ভক্তদের আনন্দে কোমল পানীয় বিলিয়ে শামিল হলেন তামিমের স্বজন-প্রতিবেশিরাও। মাত্র ঘণ্টাখানেক আগে কান্নাভেজা কন্ঠে যারা তামিমকে দলে ফেরার আকুতি জানিয়েছিলেন, তাদের মধ্যে উচ্ছ্বাসের মাত্রা ছিল ভিন্নরকমের। আবেগাপ্লুত ভক্তরা, আবেগাপ্লুত তামিমের স্বজনরাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও জানালেন তারা।
টাইগার শোয়েব আলী নামে ক্রিকেট অঙ্গন সংশ্লিষ্ট এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, ‘তামিম ইকবাল খান দলে ফেরার ঘোষণা দিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি এদেশের লক্ষ, কোটি ক্রিকেট ভক্তের অনুরোধ রেখেছেন।’
মোহাম্মদ সেহাবউদ্দিন নামে এক ভক্ত বলেন, ‘আমাদের শুধু একটাই দাবি ছিল- তামিম ভাইকে খেলার মাঠে দেখতে চেয়েছিলাম। তামিম ভাই ফিরে আসার ঘোষণা দিয়েছেন। আমাদের আর কোনো চাওয়া নেই। তামিম ভাই সেরা পারফরম্যান্সটা উপহার দেবে, আমাদের বিশ্বাস।’
অবসরের ঘোষণা দেয়া তামিম ইকবাল খানকে মাঠে ফেরানোর আকুতি জানিয়ে এই ব্যাটসম্যানের জন্মশহর চট্টগ্রামের রাস্তায় নেমে এসেছিলেন হাজারও ভক্ত। শুক্রবার দুপুর থেকে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িতে তামিম ইকবালের বাসা, রেডিসন ব্লু বে ভিউ হোটেল, জহুর আহমদ ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে হাজারও ভক্ত অবস্থান নেন।
নগরীর জামালখানে প্রেসক্লাব ও রেডিসন হোটেলের সামনে জড়ো হওয়া তামিম ভক্তদের ব্যানারে লেখা ছিল- ‘অভিমান ভেঙে ফিরে আসুন খান সাহেব, বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখিয়ে এভাবে চলে যেতে পারেন না/ কোনো ব্যক্তিত্বহীন মানুষের কথায় অভিমান করবেন না, প্লিজ’।
এই ব্যানার নিয়ে দাঁড়ানো ভক্তদের কণ্ঠে ছিল ঝাঁঝালো স্লোগান- ‘এশিয়া কাপে তামিম ভাই, বীরের বেশে দেখতে চাই/ বিশ্বকাপে তামিম ভাই, বীরের বেশে দেখতে চাই’।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের চলতি ওয়ানডে সিরিজটি অধিনায়ক হিসেবেই শুরু করেন তামিম। কিন্তু প্রথম ম্যাচের হারার পরদিন বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটলে সংবাদ সম্মেলন ডেকে কান্নাভেজা চোখে জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা।
এ নিয়ে তামিম ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। ক্রিকেটসহ দেশের ক্রীড়াঙ্গন এবং সব মহলে জোর আলোচনার মধ্যে শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিমকে গণভবনে ডেকে নেন। সন্ধ্যায় খবর আসে, অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম। প্রধানমন্ত্রী তাকে দেড় মাসের ছুটি দিয়েছেন। ছুটি শেষে তিনি আবার দলে ফিরবেন।
সারাবাংলা/আরডি/এমও