Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে শিক্ষার্থী ধর্ষণ: একমাত্র আসামি বরিশাল থেকে গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৩ ১৮:০২

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত মাহাদী হাসান জারিফকে (২৫) গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৭ জুলাই) ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ধানমন্ডিতে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার পর অভিযুক্ত মাহাদী পালিয়ে যায়। গতকাল রাতে আমাদের থানার একটি দল বরিশাল কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার জারিফকে আজ আদালতে পাঠানো হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘জারিফ পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে বলে আমরা জানতে পেরেছি। তার কাজই ছিল বিভিন্ন এলাকায় ঘোরা। মাহাদী ঢাকার কল্যাণপুরে তার মামার বাসায় থাকতো, আর ধানমন্ডি লেক ও এর আশপাশের এলাকায় ঘুরে বেড়াত। এই এলাকায় তার ফ্রেন্ড সার্কেল আছে। তারা লেকে আসা বিভিন্ন মেয়েদের সঙ্গে সখ্যতা গড়ে তুলত বলে স্বীকার করেছে। এছাড়া একবার সাইকেল চুরি করতে গিয়ে সে ধরা পরেছিল বলে জানতে পেরেছি।’

গত ৩ জুলাই ধর্ষণের এ ঘটনায় ৪ জুলাই ধানমন্ডি থানায় ধর্ষণের শিকার হওয়া শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেন।

সারাবাংলা/ইউজে/এমও

শিক্ষার্থী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর