Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৭ জুলাই ২০২৩ ১১:২১

বরিশাল: বরিশালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন ও বরিশাল জেনারেল হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ঝালকাঠি জেলায় ডেঙ্গুর প্রভাব কম। ঝালকাঠি সদর হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই। সব মিলিয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৫৪ জন রোগী ভর্তি আছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৭৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২৭ জন। তবে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু আছে। ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুতের কাজ চলছে।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান বলেন, ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখার জন্য বিভাগের সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ ডেঙ্গু

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর