Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু পার্লামেন্ট ভবনই না সারাদেশটাই বদলে গেছে: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৩ ২২:৫০ | আপডেট: ৭ জুলাই ২০২৩ ১১:২২

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা চায় জানিয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯’ এ সরকার গঠনের পর থেকে আমরা যে একটানা সরকারে থাকতে পেরেছি, পাশাপাশি আমাদের গণতান্ত্রিক ধারাটাকে মজবুত করতে পেরেছি বলেই কিন্তু আজ পার্লামেন্ট ভবন না সারাদেশটাই কিন্তু বদলে গেছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘এটিই আমরা চাই, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন বাংলাদেশে যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজ আমরা বাংলাদেশকে উন্নত করতে পেরেছি। এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। কাজেই যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকত তাহলে এটি কখনও অর্জন করা সম্ভব হত না।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের এ গণতান্ত্রিক ধারাটা কিন্তু দীর্ঘ সংগ্রামের ফসল, এটা সবাইকে মাথায় রাখতে হবে। এটি একদিনে আসেনি। বারবারেই আমাদের দেশে নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু সেই ২০০৯-এ সরকার গঠনের পর থেকে আমরা যে একটানা সরকারে থাকতে পেরেছি, পাশাপাশি আমাদের গণতান্ত্রিক ধারাটাকে মজবুত করতে পেরেছি বলেই কিন্তু আজ পার্লামেন্ট ভবন না সারাদেশটাই কিন্তু বদলে গেছে।’

অনুষ্ঠানে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার আর্কাইভসের সঙ্গে যোগাযোগ করে মূল নকশা সংগ্রহের জন্য সরকারের পক্ষ থেকে ৪ লাখ মার্কিন ডলার খরচ করা হয় বলেও অবহিত করেন প্রধানমন্ত্রী।

সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধন করার প্রসঙ্গ তুলে বলেন, ‘আর কাজ করার জন্য সুন্দর একটা পরিবেশ সবার দরকার হয়। একটা সুন্দর পরিবেশে কাজ করলে কাজের গতিও বাড়ে। কাজের উৎকর্ষ সাধন হয়। কাজ করার জায়গায় বসলে মানসিক একটি আত্মবিশ্বাস জাগে। ভালো পরিবেশে ভালো চিন্তা থাকে।’

বিজ্ঞাপন

সরকারের টানা মেয়াদে মূল নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে পার্লামেন্টের অনেক সংস্কার কাজ করা হয়েছে বলেও অবহিত করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সময় সংসদের বিভিন্ন উন্নয়নকাজ প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, ‘একটানা আমরা সরকারে থাকার ফলে, একটি দীর্ঘ সময় পেয়ে পার্লামেন্টটাকে সুন্দর করে গোছানো গেছে, সাজানো গেছে।’

সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছি, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট অফিস দরকার। আজকে পার্লামেন্ট থেকে যেটির যাত্রা শুরু একটা স্মার্ট অফিস হিসাবে তৈরি হচ্ছে।’

এ লক্ষ্যে সংসদের স্পীকার, চীপ হুইপসহ সংশ্লিষ্ট সকলের প্রতিও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘কাজ করার জন্য একটা সুন্দর পরিবেশ দরকার। সুন্দর পরিবেশে সবাই কাজ করলে কাজের গতিও বাড়ে, কাজের উৎকর্ষ সাধন হয়। ভালো পরিবেশে ভালো চিন্তা হয়।’

জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার নিচতলা সংস্কার করে জাতীয় সংসদ সচিবালয়ের নতুন কার্যালয় তৈরি করা হয়েছে। অনুষ্ঠানস্থলে পৌঁছে ফিতা কেটে নতুন এ কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি অফিসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা মতিয়া চৌধুরীসহ মন্ত্রিপরিষদ সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইফ, হুইপরা। এ সময় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/একে

টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর