Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছধরা দেখতে গিয়ে নদীতে পড়ে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৩ ১৬:৩৯

প্রতীকী ছবি

দিনাজপুর: মাছধরা দেখতে গিয়ে নদীতে পড়ে রায়হান (৫) ও সিফাত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের রাজাপাড়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রায়হান শহরের ১ নম্বর ওয়ার্ডের গোবরাপাড়া এলাকার ঝাউপাড়ার জহুরুল ইসলামের ছেলে। আর সিফাত একই এলাকার বাবুর ছেলে। রায়হান ও সিফাত সম্পর্কে ফুফাতো ভাই। ওই ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার আলী স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জহিরুল ইসলামের ভাই রিঙ্কুর সঙ্গে মাছধরা দেখতে যায় রায়হান ও সিফাত। কিছুক্ষণ পরে তাদের বাসায় রেখে ফের মাছ ধরতে যান রিঙ্কু। কিন্তু তারা বাসায় না থেকে ফের মাছধরা দেখতে গেলে পা পিছলে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে শিশু দুটিকে উদ্ধার করে তাদের পরিবারকে খবর দেয়।

পরে রায়হান ও সিফাতকে দিনাজপুর এম আর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসআর/পিটিএম

নদীতে ডুবে মৃত্যু শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর