মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯
আন্তর্জাতিক ডেস্ক
৬ জুলাই ২০২৩ ১০:২৫ | আপডেট: ৬ জুলাই ২০২৩ ১১:০৭
৬ জুলাই ২০২৩ ১০:২৫ | আপডেট: ৬ জুলাই ২০২৩ ১১:০৭
ঢাকা: মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন।
স্থানীয় সময় বুধবার (৫ জুলাই) সকালে দেশটির ওক্সাকা রাজ্যে এ ঘটনা ঘটে।
ওক্সাকা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, বাসটি মেক্সিকো সিটি থেকে ইয়োসোন্ডুয়া যাওয়ার সময় মাগডালেনা পেনাস্কো শহরের কাছে হাইওয়ে থেকে উল্টে গিরিখাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৪ জনকে তলাক্সিয়াকো শহরে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুত্বর অন্য পাঁচজনকে বিমানে করে রাজ্যের রাজধানী ওক্সাকা সিটিতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। নিহতদের সবাই অভিবাসী ছিলেন।
সারাবাংলা/ইআ