Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকা: মোহাম্মদ আরাফাত

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৩ ২১:৫৫

ঢাকা: ঢাকা ১৭ আসনের উপ-নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হলো নৌকা। দেশের অগ্রযাত্রার এই ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন।

অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘ঢাকা ১৭ আসনের মাটি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি, নৌকা মার্কার ঘাঁটি। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি আমার সাধ্যমতো এলাকার, মানুষের উন্নয়নে কাজ করব।’

বিজ্ঞাপন

ঢাকা ১৭ আসনের আওতাধীন এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে ধাপে ধাপে এসব সমস্যার সমাধান করব। তাই নৌকা মার্কায় ভোট দিন।’

মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ বিশ্বাসী। গত পরশু আমি ঝটিকা সফরে কালাচাঁদপুর এলাকায় ঘুরে গেছি। তাদের সকল সমস্যা চিহ্নিত করেছি।’

নির্বাচনে তিনটি দিক থেকে বিজয়ী হতে চান জানিয়ে তিনি আরও বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে বিজয়ী হওয়া, জনসংযোগের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চত করা এবং একটি পরিচ্ছন্ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়া।’

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, সুভাষ চন্দ্র হাওলাদার, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বাবুলসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

টপ নিউজ নৌকা মোহাম্মদ আরাফাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর