Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ব্যবস্থা ধ্বংসে সরকার আরেকটি পদক্ষেপ নিয়েছে: মান্না

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৩ ২০:৩৩

ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ইতোমধ্যে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ভোট বাতিল বা স্থগিতের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার আরেকটি পদক্ষেপ নিয়েছে সরকার।’

বুধবার (৫ জুলাই) দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে মাহামুদর রহমান মান্না এসব কথা বলেন।

মান্না বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান হলেও বর্তমান অনির্বাচিত ক্ষমতাসীনরা এটিকে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে। এবার সরকার নির্বাচন কমিশনের ক্ষমতা আইন করে খর্ব করার চেষ্টা করছে। যাতে কখনও একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে।’

এভাবে একের পর এক দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে সরকার দেশে সম্পূর্ণ অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে উল্লেখ করে মান্না বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের পুরোপুরি প্রত্যাখ্যান করবে, এটা তারা জানে। এ কারণেই ভোট স্থগিত বা বাতিল করার ক্ষমতা কমিয়ে নির্বাচন কমিশনকে একটি নখদন্তহীন পুতুল প্রতিষ্ঠানে পরিণত করছে সরকার।’

ডাকসু’রদুইবারের নির্বাচিত সাবেক এই ভিপি বলেন, ‘দখলদার সরকারের দিন শেষ হয়ে আসছে। তাই তারা আরও বেশি স্বৈরাচারী হয়ে উঠছে। সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। অচিরেই জনগণের বিদ্রোহের মুখে, গণ আন্দোলন, গণঅভ্যূত্থানের মুখে এই স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

নাগরিক ঐক্য নির্বাচন নির্বাচন ব্যবস্থা মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর