Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেড় কোটি কর্মী বিদেশে কর্মরত’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৩ ১৯:২৬ | আপডেট: ৫ জুলাই ২০২৩ ২২:০৯

ঢাকা: বর্তমানের বিশ্বে ১৭৬টি দেশে ১ কোটি ৪৯ লাখের বেশি কর্মী কর্মরত আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য আফজাল হোসেনের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্ন-উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘সুশৃঙ্খল, নিরাপদ ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করছে। বর্তমানের বিশ্বে ১৭৬টি দেশে ১ কোটি ৪৯ লাখের অধিক কর্মী কর্মরত আছেন। বর্তমান সরকার ক্ষমতাগ্রহণের পরে বিগত এক যুগে পেশাজীবী, দক্ষ, আধা দক্ষ ও স্বল্প দক্ষ ক্যাটাগরিতে ৮১ লাখ ৪৭ হাজার ৬৪২ জনের বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।’

জাতীয় সংসদে টানা তিনবারের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নারী কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণার্থী নির্বাচন ও ওরিয়েন্টেশন কার্যক্রম জেলা পর্যায়ে সম্প্রসারণ ও বিকেন্দ্রীকরণের ফলে বিগত এক যুগে প্রায় ১০ লাখ নারী কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনা অভিমারির ফলে যখন জনজীবন স্থবির হয়ে পড়ে, উৎপাদনমুখি কার্যক্রম অনেক কমে আসে তখনও আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে শক্তিশালী ভূমিকা রেখেছে প্রবাসী আয়। ২০১৯-২০ অর্থবছরে প্রবাস আয় হিসেবে ১৮.২০ বিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয় এবং ২০২০-২১ অর্থবছরে এটি রেকর্ড পরিমাণে বৃদ্ধি শেষে ২৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৩৯.২০ শতাংশ বেশি। সেই সুবাদে তখন প্রবাসী আয় প্রাপ্তিতে বিশ্বে সপ্তম স্থান অধিকার করে বাংলাদেশ।’

বিজ্ঞাপন

২০২১-২০২২ অর্থবছরে প্রবাস আয় কিছুটা কমলেও ২০১২-১৩ অর্থবছরে পুনরায় বেড়েছে জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, ‘করোনা অতিমারির সময়ে বাংলাদেশ ২০১৯-২০ অর্থবছরে ৩.৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে এবং অতি অল্প সময়ের মধ্যে অর্থাৎ কোভিডের পরবর্তী বছরেই উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফিরে আসে।’

উল্লেখ্য, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে দেশে যথাক্রমে ৬.৯৪ ও ৭.১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

দেড় কোটি কর্মী প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর