পাটজাত পলিথিন সোনালি ব্যাগের জন্য ১০ কোটি টাকার প্রকল্প
৪ জুলাই ২০২৩ ১৯:২৫ | আপডেট: ৪ জুলাই ২০২৩ ১৯:২৭
ঢাকা: পাট থেকে উৎপাদিত ‘সোনালি ব্যাগ’ বাজারজাতকরণ ও রিসাইক্লিংয়ের মাধ্যমে পুনঃব্যবহার করতে ১০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট থেকে এই টাকা ব্যয় করা হবে বলে জাতীয় সংসদে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। মন্ত্রী আশা করেছেন, এই প্রকল্পের ফলে সোনালি ব্যাগের দাম কমতে পারে।
মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় এমপি গাজী মোহম্মদ শাহনওয়াজের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এ তথ্য জানান। এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করছিলেন।
মন্ত্রী বলেন, ‘২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত ২ হাজার ২৭৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এ ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ৩৪০টি মামলা করা হয়েছে। পাশাপাশি ৫ কোটি ৬০ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।’
মন্ত্রী জানান, মোবাইল কোর্টের মাধ্যমে ১৫৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ১ হাজার ৭৭১ দশমিক ৫৫ টন পলিথিন জব্দ করা হয়েছে।
মন্ত্রী শাহাব উদ্দিন জানান, পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনের জন্য গৃহস্থালি বর্জ্য ও প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনার জন্য সরকার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এবং ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ প্রণয়ন করেছে। এই বিধিমালায় পরিবেশ বিনষ্টকারী পলিথিনের উৎপাদন ও বিপণন ও ব্যবহার বন্ধে স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সবার দায়দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। আইন অনুযায়ী ক্ষেত্র বিশেষে বিভিন্ন পুরুত্বের পলিথিনের উৎপাদন ও বিপণন এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
তিনি জানান, নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে জনসাধারণকে নিরুৎসাহিত কার জন্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে।
সারাবাংলা/এএইচএইচ/একে