Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টে রামপাল থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে জাতীয় গ্রিড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৩ ১৭:৪৯ | আপডেট: ৪ জুলাই ২০২৩ ১৯:৪২

বাগেহাট: বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বন্ধে থাকলেও দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ শেষ হয়েছে। তবে আগামী আগস্ট থেকে নিয়মিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হবে। তবে বন্ধ থাকা প্রথম ইউনিট কবে চালু হবে, তার কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

গত ২৮ জুন সকাল ৮টা ৫১ মিনিটে দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট জাতীয় গ্রিডে সফলভাবে যুক্ত হয়। আগামী আগস্ট মাস থেকে এই ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিত জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

উল্লেখ্য, ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি ২০২২ সালের ডিসেম্বর থেকে চালু হয়। এরইমধ্যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বিআইএফপিসিএলের প্রকল্প পরিচালক অতনু দত্ত জানান, প্রকল্পে কর্মরত সদস্যদের সার্বক্ষণিক কঠোর পরিশ্রমে রেকর্ড সময়ের মধ্যে আমরা দ্বিতীয় ইউনিট চালু করতে সক্ষম হয়েছি। এখন দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম নিশ্চিত করতে আমরা কাজ করছি। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের জনগণ এ ইউনিটের বিদ্যুৎ পাবেন।

সারাবাংলা/একে

জাতীয় গ্রিড বিদ্যুৎ রামপাল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর