মস্কোতে ড্রোন হামলা
৪ জুলাই ২০২৩ ১৫:৩৫ | আপডেট: ৪ জুলাই ২০২৩ ১৬:৪০
রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উঠানামা কয়েক ঘণ্টা বন্ধ থাকে। মস্কোর তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে একটি ভনুকোভো বিমানবন্দর।
মঙ্গলবার (৪ জুলাই) হামলায় পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। রাজধানীর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ড্রোনগুলো হামলা চালায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। তবে ইউক্রেন কথিত হামলার দায় স্বীকার করেনি।
মস্কোর মেয়র সের্গেই সোবিনিন বলেন, এখন পর্যন্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ড্রোন আক্রমণগুলো প্রতিহত করা হয়েছে। শনাক্ত করা সবকটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
সারাবাংলা/আইই