Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ছে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৩ ১৪:৪০

ঢাকা: গত কয়েকদিনের মেঘবৃষ্টির পর আজ সকাল থেকেই ঢাকার আকাশে ঝলমলে রোদের দেখা মেলেছে। দুপুর গড়ানোর পর সেই রোদের তাপ আরও বাড়ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছেন, তাপমাত্রা খানিকটা বাড়ার কারণে আবহাওয়ার গতি পরিবর্তন হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে শুষ্ক আবহাওয়ার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গার এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃষ্টির প্রবণতাও বাড়তে পারে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ৯টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৮৬ শতাংশ।

বিজ্ঞাপন

আরেক পূর্বাভাসে দেশের নদী বন্দরগুলোর জন্য বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর