ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় কিশোরী
স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৩ ১৩:০৮ | আপডেট: ৪ জুলাই ২০২৩ ১৪:০০
৪ জুলাই ২০২৩ ১৩:০৮ | আপডেট: ৪ জুলাই ২০২৩ ১৪:০০
ঢাকা: রাজধানীর ধানমন্ডির এলাকার একটি ভবনের ছাদে (১৬) বছরের এক কিশোরী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরী নিজেই থানায় এসে এই অভিযোগ করেন।
সোমবার (৪ জুন) রাতে ধানমন্ডি ৩/এ এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।
ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অমৃতা চাকমা বলেন, ‘গতরাতে ধানমন্ডি এলাকার একটি ভবনের ছাদে ধর্ষণের শিকার হয়েছে ওই কিশোরী। সে নিজেই থানায় এসেছিল। পরে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি আরও জানান, ধর্ষণে অভিযুক্ত ওই ছেলে তার পূর্বপরিচিত। ওই কিশোরীর বাসা মোহাম্মদপুর বসিলা এলাকায়। কিশোরীর পরিবার থানায় এসেছে। মামলা প্রক্রিয়াধীন। পুলিশ আসামি ধরার চেষ্টা করছে।
সারাবাংলা/এসএসআর/এমও