Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনতা ব্যাংকের গ্রাহকরাও ‘অ্যাড মানি’ করতে পারছেন বিকাশে

সারাবাংলা ডেস্ক
৪ জুলাই ২০২৩ ১১:৫৮

ঢাকা: এখন রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের গ্রাহকরাও তাদের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘ই-জনতা (eJanata)’ ব্যবহার করে যেকোন বিকাশ অ্যাকাউন্টে বাড়তি খরচ ছাড়াই টাকা আনতে পারছেন। এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৪৪টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট এবং ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ভিসা ও মাস্টার কার্ড থেকে নিমেষেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা যাচ্ছে।

৭ কোটি গ্রাহকের সুবিধার্থে দেশের সবচেয়ে শক্তিশালী ও বিস্তৃত ‘ব্যাংক-বিকাশ নেটওয়ার্ক’ তৈরি করেছে বিকাশ।

বিজ্ঞাপন

বিকাশে টাকা আনতে ‘ই-জনতা (eJanata)’ অ্যাপটি ব্যবহার করে নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি হিসেবে জনতা ব্যাংকের অ্যাকাউন্টে যুক্ত করতে হবে। এরপর বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ আইকনে ক্লিক করে ‘ব্যাংক টু বিকাশ’ অপশন হতে ‘ইন্টারনেট ব্যাংকিং’ সেকশনে থাকা জনতা ব্যাংকের লোগোতে ট্যাপ করে ‘ই-জনতা (eJanata)’ অ্যাপের ইন্টারফেসে ঢুকতে হবে। এরপর টাকার পরিমান উল্লেখ করে এবং ওটিপি দিয়ে লেনদেন শেষ করতে হবে।

এছাড়াও সরাসরি ‘ই-জনতা (eJanata)’ অ্যাপের ‘ট্রান্সফার’ মেন্যু থেকে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে।

লেনদেন শেষ হলে গ্রাহক রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এসএমএস নোটিফিকেশন পাবেন।

উল্লেখ্য, ‘ই-জনতা (eJanata)’ অ্যাপ থেকে বিকাশে ‘অ্যাড মানি’র ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে। গ্রাহকরা বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে সেন্ড মানি, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, মোবাইল রিচার্জ, স্কুল কলেজের বেতন পরিশোধ, ই-টিকেটিং, সরকারি ফি প্রদান, অনুদান পাঠানো, বিমার প্রিমিয়াম পরিশোধ, সেভিংস সহ দৈনন্দিন প্রায় সমস্ত আর্থিক লেনদেন করতে পারছেন ক্যাশলেস পদ্ধতিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

জনতা ব্যাংক বিকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর