সুগন্ধায় তেলবাহী জাহাজে বিস্ফোরণে আরও ৩ জনের মরদেহ উদ্ধার
৩ জুলাই ২০২৩ ২০:২১
ঢাকা: সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ বিস্ফোরণের ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার (৩ জুলাই) জাহাজের উড়ে যাওয়া অংশ থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। এ নিয়ে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হলো।
দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে রোববার (২ জুলাই) থেকে বিআইডব্লিউটিএ উদ্ধার কাজ শুরু করে। এরপর সন্ধ্যায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীক ঝালকাঠিতে পৌঁছায়। সোমবার সকালে বিস্ফোরণে নদীতে ডুবে যাওয়া জাহাজটির পিছনের অংশ উদ্ধারের কাজ শুরু করে তারা।
জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেলাল জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো হলো মাস্টার রুহুল আমিন, সরোয়ার হোসেন আকরাম, আব্দুস সালাম হৃদয়।
পদ্মা ডিপো কর্তৃপক্ষ জানায়, সোমবার দুর্ঘটনাকবলিত জাহাজ সাগর নন্দিনি-২ থেকে মৃদুলা-৫ এবং সেভেন সিমাক-২ জাহাজের মাধ্যমে ৬ লাখ ৭৫ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, ‘ময়নাতদন্ত শেষে প্রত্যেকের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
গত ১ জুলাই দুপুরে সুগন্ধা নদীতে সাগর নন্দিনি-২ তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন দগ্ধ ও ৪ জন নিখোঁজ হন।
সারাবাংলা/একে