Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ির ছাদেই নামা যাবে হেলিকপ্টার নিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৩ ১৩:৩৮ | আপডেট: ৩ জুলাই ২০২৩ ১৬:০০

ঢাকা: চলতি মাস থেকেই দেশের বাসা-বাড়ি, করপোরেট অফিস, আবাসিক হোটেল ও হাসপাতালের ছাদে হেলিকপ্টার অবতরণের অনুমতি দিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি বলেন, ‘এ বিষয়ে একটি নীতিমালা করা হয়েছে। চলতি মাসেই হেলিকপ্টার অবতরণের একটি নীতিমালা সার্কুলার আকারে জারি করা হবে। নীতিমালার বিষয়টি ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে হেলিকপ্টার প্রতিষ্ঠানগুলো বাসা-বাড়ি ও করপোরেট অফিসগুলোর ছাদে অবতরণের অনুমতি চেয়ে আসছিলো। আমরা সব বিষয়গুলো মাথায় নিয়ে কাজ করেছি। তবে যেখানে হেলিকপ্টার অবতরণ করবে সেই ভবনটি অবশ্যই মজবুত হতে হবে।’

এদিকে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) তথ্যমতে, দেশে ১০টি বেসরকারি কোম্পানি হেলিকপ্টার সেবা দিচ্ছে। তার ভেতরে রয়েছে- বিসিএল এভিয়েশন, ইমপ্রেস এভিয়েশন, আর অ্যান্ড আর এভিয়েশন, স্কয়ার এয়ার, মেঘনা এভিয়েশন, বসুন্ধরা এয়ারওয়েজ, বিআরবি এয়ার, এরো টেকনলজিস, সাউথ এশিয়ান এয়ারলাইনস ও বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন।

সারাবাংলা/এসজে/এমও

টপ নিউজ বেবিচক হেলিকপ্টার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর