দেশে একদিনে এলো ১০৪ টন কাঁচা মরিচ
২ জুলাই ২০২৩ ২৩:২১ | আপডেট: ২ জুলাই ২০২৩ ২৩:২৫
ঢাকা: দেশে আজ রোববার (২ জুলাই) একদিনে ভারত থেকে ১০৪ টন কাঁচা মরিচ এসেছে। রোববার (২ জুলাই) রাত ১০টায় কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।
রোববার (২ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। রোববার বিকেল ৫টা পর্যন্ত দেশে এসেছে মোট ৯৩ টন। রোববার দিন শেষে রাত ১০টায় পাওয়া তথ্য অনুযায়ী গত কয়েকদিনে ভারত থেকে দেশে প্রায় দেড়শ টন কাঁচা মরিচ এসেছে।
প্রায় ১০ মাস ধরে ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দেশীয় কাঁচা মরিচ দিয়ে চাহিদা মেটানো হচ্ছিল। কিন্তু তীব্র তাপদাহে খরার কারণে এবার কাঁচা মরিচের ফলন কম হয়েছে। তার ওপর কয়েকদিনের টানা বৃষ্টিতে অনেক মরিচ নষ্ট হয়ে গেছে। অথচ কোরবানির ঈদের সময় মরিচের চাহিদা থাকে অনেক বেশি। সে তুলনায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় মরিচের দাম আকাশচুম্বী হয়েছে। গত কয়েকদিনে বাজারভেদে কাঁচামরিচ ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত কেজি দরে বিক্রির তথ্য পাওয়া গেছে।
দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি শুরু হলে দীর্ঘ ১০ মাস পর গত ২৬ জুন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এ পণ্যটির আমদানি শুরুর অনুমতি দেয় সরকার। ওইদিন পাঁচটি ট্রাকে করে ২৭ হাজার ১৬৬ কেজি কাঁচা মরিচ ভারত থেকে দেশে ঢুকে। কিন্তু এর পরদিন অর্থাৎ, ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় আবার আমদানি বন্ধ হয়ে যায়। এতেই অস্থির হয়ে উঠে কাঁচা মরিচের বাজার। তবে ঈদের টানা ছয় দিনের বন্ধ শেষ রোববার (২ জুলাই) থেকে ফের শুরু হয়েছে কাঁচা মরিচের আমদানি।
সারাবাংলা/ইএইচটি/আইই