কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ
২ জুলাই ২০২৩ ২১:১২ | আপডেট: ৩ জুলাই ২০২৩ ০৯:০১
বাগেরহাট: কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে বন্ধ হয়ে গেছে। রোববার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরামুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারিগরি ত্রুটি, ইন্সপেকশন ও মেইনটেন্যান্সের কাজের জন্য ৩০ জুন রাতে আমরা উৎপাদন বন্ধ করেছি। চার-পাঁচ অথবা ছয় জুনের দিকে আবারও উৎপাদন শুরু করা যাবে।
কয়লা সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রে বর্তমানে পর্যাপ্ত কয়লা রয়েছে। আগামী ৫ জুন আরও একটি জাহাজে করে বিপুল পরিমাণ কয়লা আসবে। কেন্দ্রে কয়লার কোনো সংকট নেই।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের সক্ষমতা ৬৬০ মেগাওয়াট করে অর্থাৎ, এই তাপ বিদ্যুৎকেন্দ্রের পূর্ণ সক্ষমতা ১৩২০ মেগাওয়াট। প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হয় গতবছরের আগস্টে। এরপর ডিসেম্বরে পুরোপুরি চালু হওয়ার পর কয়লা সংকটে বেশ কয়েকবার বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটি।
সারাবাংলা/আইই