Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি কখনো হাঁটা, কখনো বসা কর্মসূচি দেয়: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৩ ১৪:৩৪ | আপডেট: ২ জুলাই ২০২৩ ১৪:৪৪

ড. হাছান মাহমুদ, ছবি: সারাবাংলা

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি কিছুদিন পর পরই কৌশল পরিবর্তন করে। কখনো হাঁটা কর্মসূচী গ্রহণ করে, আবার কখনো বসা কর্মসুর্চী দেয়। আসলে তাদের মূল কৌশল দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা এবং নির্বাচন ভণ্ডুল করা।’

রোববার (২ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক টিভিতে স্বাক্ষাৎকারে বলেছেন, এখন আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করি না- এ কথায় প্রমাণ হয় তারা আগে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন। তাদের নীতিই জ্বালাও পোড়াও করা।’

বিজ্ঞাপন

জামাত প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘জামাত বিএনপির জোটে আছে তাদের বের করেনি। এই দল বিএনপির অন্যমত শরিক জোট। আমাদের সঙ্গে জামাতের কোনো যোগাযোগ নেই। তারা রাজনৈতিক দল বলে তাদের সমাবেশ করতে অনুমতি দেওয়া হয়েছে।’

বাজারে সব জিনিসের দাম বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক দ্রব্যের দাম যেমন বেড়েছে, তেমনি কমেছেও। এটি খুব দুঃখজনক আমাদের দেশে যেকোনো উৎসবের সময় কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যারা অহেতুক পণ্যের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে আগের চেয়ে দেশের সংস্থাগুলো ভালো কাজ করছে। যারা এটি করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা দরকার।

আইপি টিভির বিরুদ্ধে অভিযান প্রসঙ্গেও কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, ‘অভিযান পরিচালনার জন্য কোনো সময় নির্ধারণ করা হয়নি। যারা ইউটিউবের নামে চাঁদাবাজি করছে, মানুষের চরিত্র হরণ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রত্যেক জেলা প্রশাসককে চিঠি দিয়েছি। কেউ ঈদের আগে অভিযান শুরু করেছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর প্রায় ১ লাখ বেশি পশু কোরবানি হয়েছে। পশুর দামও শেষের দিকে কম ছিল। ঈদযাত্রাও ভাল হয়েছে। এখন বাড়ি থেকে ফেরার পথে যেন সকলে নিরাপদে ফিরতে পারে। কিছু দুর্ঘটনাও ঘটেছে। একটু সচেতন হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব।’

সারাবাংলা/জেআর/এনএস

টপ নিউজ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর