Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে অপসারণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৩ ২২:০১

ঢাকা: গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে অপসারণ করা হয়েছে। শনিবার (১ জুলাই) সকালে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় আহ্বায়কের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব অধিকাংশ সদস্য সমর্থন করায় ড. রেজা কিবরিয়াকে অপসারণ করা হয়।

এদিন বিকালে সংগঠনের যুগ্ম আহবায়ক ও দফতর সমস্বয়ক শাকিল উজ্জামান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্ততে বলা হয়, কাউন্সিলের পূর্ব পর্যন্ত ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কাউন্সিলের পূর্ব পর্যন্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সদস্য সচিব মো. নুরুল হক নুরকে রুটিন মাফিক নিয়মিত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, এদিন সকাল ১১টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত হননি ড. রেজা কিবরিয়া। এই সভাতেই তাকে অপসারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রের ৩৮ ধারা অনুযায়ী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ৮৪ সদস্যের স্বাক্ষরসহ আহ্বায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে সদস্যদের কাছে বক্তব্য উপস্থাপনের জন্য আজ সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বায়ক জরুরি সভা আহ্বান করেছিলেন। ঈদের ছুটিতে যানবাহন সংকট ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সদস্যরা উপস্থিত হলেও সভা ডেকে আহ্বায়ক অনুপস্থিত ছিলেন। তাই ওই সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে সভার সভাপতি হিসেবে নির্বাচন করা হয়, সদস্য সচিব মো. নুরুল হক নুর সভা সঞ্চালনা করেন।

বিজ্ঞাপন

সভায় গঠনতন্ত্রের ধারা ৩৮, ১৮ (গ) -এর (১) (৩) ও (৮), ৩৪ (ঙ) এবং ৪১ -এর ক্ষমতাবলে সিদ্ধান্ত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য আহ্বায়কের প্রতি অনাস্থা প্রস্তাব সমর্থন করায় আহ্বায়ককে অপসারণের সিদ্ধান্ত হয়।

সারাবাংলা/জিএস/এমও

অপসারণ ড. রেজা কিবরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর