Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুইডেনকে ক্ষমা চাওয়ার আহ্বান হুইপ স্বপনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৩ ২১:০৮

জয়পুরহাট: জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘গণতন্ত্র ও মুক্তবুদ্ধির চর্চার অর্থ কোন পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা করার মতো জঘন্য কর্ম পৃষ্ঠপোষকতা করা নয়। শুধুমাত্র বিকৃত মস্তিস্কসম্পন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানই অপর ধর্ম গ্রন্থের প্রতি অবমাননা করে থাকে। কিন্তু একটি রাষ্ট্র যদি কোনো ধর্মগ্রন্থের অবমাননার পৃষ্ঠপোষকতা করেন সেটি মানবজাতির প্রতি একটি জঘন্য অপরাধ। সুইডেন কোরআনের অবমাননা কর্মে পৃষ্ঠপোষকতা দিয়ে বিশ্বের মানবজাতিকে অবমাননা করেছে। তাদের ক্ষমা চাইতে হবে।’

বিজ্ঞাপন

শনিবার (১ জুলাই) সকালে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কৃতি শিক্ষার্থীদের সংম্বর্ধনা এবং জেলার মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন,‘ সুইডেনকে রাষ্ট্রীয়ভাবে এই জঘন্য কর্মের জন্য মুসলমানসহ সমগ্র মানবজাতির নিকট দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইতে হবে। তারা ভবিষ্যতে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করবে না এমন অঙ্গীকার করতে হবে।’

সভা আরও বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জুয়েল, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা. জোবায়ের গালিব, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের ফিরোজ হোসেন আওলাদসহ অনেকে।

সারাবাংলা/এনআর/এমও

সুইডেন হুইপ স্বপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর