Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঁচা মরিচ আমার বিষয় না: বাণিজ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৩ ২০:৩৪ | আপডেট: ২ জুলাই ২০২৩ ১২:০৮

বগুড়া: কাঁচা মরিচের দাম বাড়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘কাঁচা মরিচ কৃষিজাত পণ্য। এটার দাম কেন বাড়ল কৃষি মন্ত্রণালয়ই সে বিষয়ে ভালো বলতে পারবে। এটা আমার বিষয় না।’

শনিবার (১ জুলাই) রোটারি ক্লাব অফ বগুড়ার নতুন বর্ষ উপলক্ষে জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে কাঁচা মরিচ ইনপোর্ট করবে। তবে কেন দাম বাড়লো, প্রডাকশনটা কি, সেসব বিষয় কৃষি মন্ত্রণালয়ই ভালো জানে।’

বিজ্ঞাপন

সিন্ডিকেট বলে দেশে কিছু নেই উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘আমরা মনে করি সাপ্লাই এবং ডিমান্ডের ওপর সব নির্ভর করে। যেসব জিনিসগুলো ইমপোর্ট করা হয়, সেটা কখনও কখনও কিছুদিনের জন্য হোল্ড করে রাখা হয়। সেটা আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে ধরতে। বিদেশ থেকে ইমপোর্ট করা জিনিস বাইরে দাম বাড়লে আমাদের দেশেও বাড়ে। তারপরেও কোন কোন ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করে।’

চামড়ার দাম কমে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা বারবার বলেছিলাম কাঁচা চামড়ায় লবণ দিতে হবে। লবণ দেওয়া থাকলে, দাম যদি না পেত তাহলে আরও সাত দিন চামড়া রাখতে পারতো। কিন্তু কেউ সে কথা শোনেনি। আর দুই দিনের মাথা এখন দাম ফল্ট করলো, লবণ না দেওয়া কারণে।’

পরে মন্ত্রী রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে রাজশাহী বিভাগীয় র‌্যালিতে যোগ দেন এবং রোটারিয়ানদের হাতে ক্রেস্ট তুলে দেন।

সারাবাংলা/এমও

কাঁচা মরিচ বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর