Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণের বিশ্বাস ছাড়া রাজনীতিক হওয়া যায় না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৩ ১৯:৫৮

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত জহুর আহমদ চৌধুরীর স্মরণসভায় সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘প্রয়াত জহুর আহমদ চৌধুরী ভোগবিলাসের রাজনীতি করেননি। অর্থবিত্তের মোহ ছিল না। দলের পদ-পদবি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেননি। আমরা যারা আজ রাজনীতি করি, এই সততা কতজন ধারণ করি? নেতৃত্বে নিয়ে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, জনগণের আস্থা-বিশ্বাস ছাড়া কখনো সফল রাজনীতিক হওয়া যায় না।’

বিজ্ঞাপন

শনিবার (০১ জুলাই) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ৪৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা অনুষ্ঠিত হয়। নগর আওয়ামী লীগ এ স্মরণসভার আয়োজন করে।

সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং এযাবৎকালের সকল অর্জন ধুয়ে মুছে যাবে। এ কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে মহানগরের আওতাধীন ৬টি আসনে শেখ হাসিনা যাকেই দলীয় প্রতীক দেবেন, তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে জহুর আহমদ চৌধুরী বাংলাদেশের ইতিহাসে চিরঅক্ষয় হয়ে থাকবেন। জহুর আহমদ চৌধুরী, এম এ আজিজ, এম এ হান্নান, এম এ মান্নান, এবিএম মহিউদ্দিন চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, আখতারুজ্জামান চৌধুরী বাবু, ইসহাক মিয়া, কাজী ইনামুল হক দানুর সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রাম আন্দোলন-সংগ্রাম ও মুক্তিযুদ্ধের যোগ্য উত্তরাধিকার হতে পেরেছে।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সাংসদ নোমান আল মাহমুদ।

জহুর আহমদ চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন

স্মরণসভার আগে সকালে নগরীর দামপাড়ার পল্টন রোডে প্রয়াত জহুর আহমদ চৌধুরীর কবরে আওয়ামী লীগের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীও প্রয়াতের কবরে শ্রদ্ধা জানান। এসময় প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ, হাসান মাহামুদ হাসনী, হাসান মুরাদ বিপ্লব, মো. জাভেদ, মোহাম্মদ সলিমউল্লাহ বাচ্চু, মোহম্মদ ইসমাইল, নুরুল আমিন, আবদুস সালাম মাসুম, মো. আশরাফ, শাহেদ ইকবাল বাবু, আবদুল মান্নান, কাজী নুরুল আমীন মামুন, পুলক খাস্তগীর, মোহম্মদ ইলিয়াস এবং নূর মোস্তাফা টিনু উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের পক্ষ থেকে শনিবার সকালে প্রয়াতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি শফর আলী, শ্রমিক লীগ নেতা বখতেয়ার উদ্দীন খান, নগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু, শ্রমিক লীগ নেতা সাবের আহমদ, কামাল উদ্দিন, মো. জাফর, প্রবীর কুমার সেন, মাহবুবুর রহমান লিংকন, শাহজাহান সাজু, জসিম উদ্দিন, আব্দুল মান্নান টিটু এসময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/একে

আওয়ামী লীগ জনগণ রেজাউল করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর