Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুগন্ধা নদীতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ ৫, নিখোঁজ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৩ ১৬:৩১ | আপডেট: ১ জুলাই ২০২৩ ১৮:১৮

বরিশাল: সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ হয়ে ৫ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় নদীতে নিখোঁজ হয়েছেন আরও চার জন।

শনিবার (১ জুন) দুপুর সোয়া ২টার দিকে ঝালকাঠি পৌর খেয়াঘাটসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন কেউ জানাতে পারেনি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করে।

দগ্ধদের মধ্যে আছেন- শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোসেন (২৭), মাইনুল ইসলাম হৃদয় (২৯)। এছাড়া জাহাজের একজন বাবুর্চিও দগ্ধ হয়েছেন।

ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম জানান, পেট্রোল ও ডিজেল ভর্তি নন্দিনী-২ নামের ট্যাংকারটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করার জন্য এসেছিল। দুপুরে নদীর অপর পাড়ে নোঙর করা অবস্থায় ট্যাংকারটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ট্যাংকারে আগুন ধরে যায়। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, ট্যাংকারটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ৪ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও ট্যাংকারের ৪ কর্মচারী নিখোঁজ রয়েছেন।

সারাবাংলা/এমও

তেলবাহী ট্যাংকার সুগন্ধা নদী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর