Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে বিরল প্রজাতির ‘মদনটাক’ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৩ ১৬:২৫

জয়পুরহাট: জয়পুরহাটে বিরল প্রজাতির মদনটাক পাখি উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১ জুলাই) সকালে জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চকউজ্জাল গ্রাম থেকে পাখিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চকউজ্জাল গ্রামের মাঠে বিরল প্রজাতির মদনটাক পাখিটি বৃষ্টির কারণে উড়তে পারছিল না। পরে স্থানীয়রা পাখিটি দেখতে পেয়ে উদ্ধার করে। বিরল প্রজাতির এ পাখিটি উদ্ধার হওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে পাখিটিকে একনজর দেখতে অসংখ্য মানুষের ভিড় করে।

বিজ্ঞাপন

চকউজ্জাল গ্রামের আশিকুর রহমান বলেন, ‘আমাদের এলাকায় এ পাখি দেখতে পাওয়া সৌভাগ্যের বিষয়। মাথায় পালক না থাকায় ধারণা করা হচ্ছে এটি বিরল প্রজাতির মদনটাক পাখি।’

চকবরকত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী জানান, ‘পাখিটি উদ্ধার করে স্থানীয়রা খবর দেন। পরে উদ্ধার করা মদনটাক পাখিটিকে হস্তান্তরের জন্য রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ টিমের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরে তাদের কাছে পাখিটি হস্তান্তর করা হবে।’

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ টিমের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, খবর পেয়ে টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পাখিটি উদ্ধার করে। পাখিটির প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হলে নিরাপদ আবাসস্থল বিলে বা জলাশয়ে অবমুক্ত করা হবে।’

সারাবাংলা/এমও

জয়পুরহাট মদনটাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর