Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি এলাকার খোঁজখবর নিতে গোপালগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৩ ২০:০৮

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দিনের সফরে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গিপাড়া যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য শেখ হাসিনা। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা এই আসনের অন্তর্গত।

শনিবার (১ জুলাই) সকাল ৮টায় সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী কোটালীপাড়ার উদ্দেশে রওনা দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংস থেকে পাঠানো সফরসূচিতে জানা যায়, সকাল ১১টায় কোটালীপাড়া পৌঁছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

দুপুর দুইটার দিকে তিনি কোটালীপাড়া থেকে পিতৃভূমি টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছে ২টা ৪৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি পবিত্র ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন। শনিবার রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিন রোববার (২ জুলাই) সকাল ৯টায় তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে বিকাল ৩টায় তিনি সড়ক পথেই ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

বিজ্ঞাপন

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী সড়ক পথেই টুঙ্গিপাড়া যাওয়া আসা করছেন। এবারও পদ্মা সেতু হয়ে সড়ক পথে নিজ এলাকায় সফর করবেন প্রধানমন্ত্রী।

সারাবাংলা/এনআর/আইই

টপ নিউজ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর