Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৩ ১৭:০৯ | আপডেট: ৩০ জুন ২০২৩ ২০:১০

দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকা পাকিস্তানকে ৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শুক্রবার (৩০ জুন) পাকিস্তান সরকারের সঙ্গে আইএমএফ-এর কর্মী পর্যায়ে সমঝোতা হয়েছে। আগামী জুলাইয়ে আইএমএফ-এর বোর্ডে প্রস্তাবটি অনুমোদন পেলে আগামী ৯ মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার পাবে পাকিস্তান। কর্মী পর্যায়ে সমঝোতা হলে বোর্ডে তা প্রত্যাখ্যাত হওয়ার নজির নেই।

বিজ্ঞাপন

আজ ৩০ জুন শেষ হচ্ছে পাকিস্তানের অর্থবছর। ১ জুলাইয়ের আগে আইএমএফ-এর সঙ্গে ঋণ সমঝোতা না হলে দেশটি দেউলিয়া হয়ে পড়ার আশঙ্কা ছিল। শেষ মুহূর্তের এই সমঝোতা পাকিস্তানের সেই আশঙ্কা দূর করল।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা খাকান হাসান নজীব বলেন, নতুন সমঝোতাটি অত্যন্ত প্রয়োজনীয় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সহায়তা প্রদান করবে। আগামী নয় মাসের জন্য পাকিস্তান পাওনাদারদের অর্থ পরিশোধ করতে সক্ষম হবে।

আইএমএফ-এর এই ঋণের অংক পাকিস্তানের প্রত্যাশার চেয়ে বেশি। এর আগে, ২০১৯ সালে পাকিস্তানকে ৬.৫ বিলিয়ন ডলার বেলআউট প্যাকেজ দেওয়ার চুক্তি করেছিল আইএমএফ। কিন্তু ওই প্যাকেজের মাত্র ৩.৯ বিলিয়ন ডলার অর্থ ছাড় দিয়েছিল আইএমএফ। পাকিস্তান শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাকি অর্থ ছাড় দেয়নি সংস্থাটি। ওই চুক্তির অবশিষ্ট অর্থ ২.৫ বিলিয়ন ডলার পেতে আইএমএফ-এর সঙ্গে আলোচনা করে আসছিল পাকিস্তান। দীর্ঘ পর্যালোচনার পর আইএমএফ পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার অর্থ দিতে সম্মত হয়েছে। আগামী নয় মাসে এই অর্থ পাবে পাকিস্তান।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পুরাতন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে নতুন এই সমঝোতা হয়েছে। এর ফলে অর্থ সংকটে থাকা পাকিস্তান কিছুটা স্বস্তি পাবে। ধুকতে থাকা বৈদেশিক মুদ্রার মজুতও বাড়বে।

গত সপ্তায় আইএমএফ-এর শর্ত মেনে বাজেট পাস করে পাকিস্তানের পার্লামেন্ট। ওই বাজেটে রাজস্ব আয় ও সরকারি ব্যায়ের মধ্যে ফারাক কমিয়ে আনা হয়। এছাড়া জ্বালানি তেল ও গ্যাসের উপর গত এক বছর থেকে ভর্তুকি উঠিয়ে নেওয়া হয়। এসব কারণে শেষ মুহূর্তে পাকিস্তানকে অর্থ ছাড় দিতে সম্মত হয় আইএমএফ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

আইএমএফ টপ নিউজ পাকিস্তান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর