Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্ধেকেরও কম সময়ে শতভাগ বর্জ্য অপসারণের দাবি ডিএসসিসি’র

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৩ ১৪:১২

ঢাকা: ২৪ ঘণ্টার মধ্যে সবকটি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য অপসারণের দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে কত বর্জ্য অপসারণ করা হয়েছে সে সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি।

বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ড হতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। রাত ১টা ২৫ মিনিটে সর্বশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হলো।

বৃহস্পতিবার দুপুর ২টা হতে শুরু হয়ে রাত দেড়টায় এ কার্যক্রম শেষ হলো। অর্থাৎ সাড়ে ১১ ঘণ্টায় প্রথম দিনের কোরবানির পশুর সকল বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

এর আগে, চব্বিশ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নুর তাপস। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে নগর ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন তিনি।

উল্লেখ্য, কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছেন।

সারাবাংলা/আরএফ/এমও

ডিএসসিসি বর্জ্য অপসারণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর