ফের বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৩ ১২:৪৮ | আপডেট: ৩০ জুন ২০২৩ ১৩:৫৩
৩০ জুন ২০২৩ ১২:৪৮ | আপডেট: ৩০ জুন ২০২৩ ১৩:৫৩
ঢাকা: আবারও তিস্তার পানি বেড়েছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের বৃষ্টির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তপক্ষ।
সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জুন) সকাল ৯টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে ৫২.১২ সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়। যা বিপদসীমার দশমিক ৩ সেন্টিমিটার ওপরে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, কয়েক সপ্তাহ ধরে তিস্তার পানি কখনও কমছে আবার কখনও বাড়ছে।
এর আগে, গত ১৯ জুন পানি বিপৎসীমা অতিক্রম করেছিলো। তার একদিন পরে পানি কমে গিয়ে স্বাভাবিক হলেও শুক্রবার থেকে আবারও বাড়তে শুরু করেছে পানি।
সারাবাংলা/জেআর/এমও