গাইবান্ধায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
৩০ জুন ২০২৩ ১১:৩২ | আপডেট: ৩০ জুন ২০২৩ ১৩:১৭
গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হস্তান্তর করেছে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস।
শুক্রবার (৩০ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন— প্রাইভেটকারের যাত্রী ফেনীর ফুলগাছি থানার দামুড়া গ্রামের মৃত হাজী আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৬০) ও কারের চালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকা হক মিয়ার ছেলে মো. মিজান।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, গুড়ি গুড়ি বৃষ্টির সময় রংপুরমুখী প্রাইভেটকারের সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী বাসে মুখোমুখি সংঘর্ষ হলে কারটি দুমড়েমুচড়ে যায়। এতে কারের চালক ও আরোহী মারা যান। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতদের লাশ থানায় রয়েছে। ইতোমধ্যে নিহতদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।